চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে মোটরসাইকেল-বাইসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রসহ দুজন আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় বঙ্গজ ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল-বাইসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রসহ দুজন আহত হয়েছে। আহতরা হলো চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার হাবিবুর রহমান হাবলুর ছেলে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র আল হাসিব রহমান রাহাত ও জেলা সদরের জীবনা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে চুয়াডাঙ্গা পিডিবির গার্ড মিজানুর। আহতদের গতকাল সন্ধায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধা ৬টার দিকে মিজানুর রহমান মোটরসাইকেল চালিয়ে আলুকদিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বঙ্গজ ফ্যাক্টরির সামনে পৌঁছুলে একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ লাগে। এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান ও বাইসাইকেল চালক স্কুলছাত্র রাহাত আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওই সড়কে একটি শিশু আনমনে রাস্তা পার হওয়ার সময় তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল চালক অন্তর মাহমুদ আহত হন। তিনি চুয়াডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।