গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভার চৌগাছার ঐতিহ্যবাহী সংগঠন দৃষ্টান্তগোষ্ঠীর সাইকেল বনভোজন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে চৌগাছা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে সাইকেল যাত্রা শুরু হয়ে ভাটপাড়া ডিসি ইকো পার্কে গিয়ে শেষ হয়। পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভিন্ন গানের তালে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করা হয়। দৃষ্টান্তগোষ্ঠীর সভাপতি মহিবুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অন্যতম সদস্য আসলাম উদ্দীন, জালাল উদ্দীন, কামরুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, প্যানেল মেয়র-২ সাহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আছেল উদ্দীন ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক।