আলমডাঙ্গায় সংস্কৃত ভাষাস্কুল ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার ঘোষণা
আলমডাঙ্গা ব্যুরো: ভারত সরকারের অর্থায়নে আলমডাঙ্গায় সংস্কৃত বিদ্যালয় ও একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার ঘোষণা দিলেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি কন্স্যুলার রমাকান্ত গুপ্ত। গতকাল শুক্রবার বিকেলে তিনি আলমডাঙ্গার রথতলা হরিবাসর আঙিনা ও শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির পরিদর্শনকালে এ ঘোষণা দেন। উত্তরা গ্রুপ অব কোম্পানির স্বত্ব¡াধিকারী আলমডাঙ্গার সন্তান গিরিধারী লাল মোদীর আমন্ত্রণে তিনি আলমডাঙ্গায় আসেন। রথতলা হরিবাসর আঙিনায় উপস্থিত হলে কন্স্যুলারকে লাল গালিচা সংবর্ধনা, ফুলেল অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। তার সম্মানে আলমডাঙ্গা কলাকেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতে সকলকে মুগ্ধ করে। সে সময় সংক্ষিপ্ত আয়োজনে রমাকান্ত গুপ্তকে সংবর্ধনা দেয়া হয়। রথতলা হরিবাসর আঙিনার সভাপতি দেশের বিশিষ্ট শিল্পপতি গিরিধারী লাল মোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ফার্স্ট সেক্রেটারি কন্স্যুলার রমাকান্ত গুপ্ত। সংবর্ধনানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার অধিকারী ও গিরিধারী লাল মোদীর সহোদর বিজয় লাল মোদী। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাক্তার অমল কুমার বিশ্বাসের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার অধিকারী, শিক্ষক পরিমল কুমার পাল, সমীর কুমার দে, আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এস আই জিয়া, পরিমল ঘোষ, উপজেলা হিন্দুসমাজের আহ্বায়ক বিশ্বজিৎ কুমার সাধু খাঁ, পলাশ আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার সাহা, গৌতম কুমার সাহা, বিদ্যুত কুমার সাহা, অপূর্ব কুমার সাহা, সমীর কুমার সাহা রনো, বীরেশ কুমার রামেকা প্রমুখ।
অন্যদিকে, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি কন্স্যুলার রমাকান্ত গুপ্ত আলমডাঙ্গায় পৌঁছুলে থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ আবু জিহাদ খান তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।