আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ডবাসীর আয়োজনে সন্ধ্যাকালীন ‘স্বাধীনতা কাপ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় গোবিন্দপুর এশিয়া একাদশ ও কলেজপাড়া একাদশ অংশগ্রহণ করে। খেলায় ক্রীড়াব্যক্তিত্ব সাদেকুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। এ সময় তিনি বলেন, মাদককে না বলতে বেশি বেশি খেলা ধুলার প্রয়োজন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। আমি আলমডাঙ্গার যেকোনো উন্নয়নমুখি কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চাই। পথভ্রষ্ট যুবসমাজকে তোমরা খেলাধুলার মাধ্যমে বিপথ থেকে সুপথে আনার চেষ্টা করছো। আমি তোমাদের এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষনা করলাম। ঢাকায় যখন বিপিএল বা অন্যান্য খেলা হয় আমি প্রায় খেলা উপভোগ করে থাকি। আলমডাঙ্গায় খেলাধুলা ও সাংস্কৃতিক পরিম-লকে ঢেলে সাজাতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক লুৎফুল কবীর, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম, আব্দুল গাফফার, পৌর যুবলীগের যুগ্মসম্পাদক রাজাবুল হক মনা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক তুফান, মাজেদুল হক মুকুট, নয়ন রহমান রিজভী, হাসান, আমিরুল, রুস্তম, জাহাঙ্গীর প্রমুখ।