স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার আইলহাস বাজারে চোরচক্র একরাতে ৫ দেকানে হানা দিয়েছে। এরমধ্যে তিনটি দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ দোকানের মালামাল চুরি করেছে চোরচক্র। দুটি দোকানে ব্যর্থ হয়েছে। পুলিশে অভিযোগ করা হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আইলহাস বাজারের দোকান মালিকরা নিজ নিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরে। রাতের কোনো একসময় চোরচক্র বাজারের বিশ্বাস ফার্মেসি, বিশ্বাস স্টোর ও শান্ত ট্রোডার্সের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে যায়যায় দোকান খুলতে গেলে দোকান মালিকেরা বিষয়টি বুঝতে পারেন। ওই রাতেই বাজারের খন্দকার ইলেকট্রনিক ও হাবিলের মুদিখানার দোকানের তালা খুলতে না পারলেও দোকানের শার্টারে ভারি কিছু দিয়ে আঘাত করে ভাঙার চেষ্টা করে। পরে দোকান মালিকেরা স্থানীয় ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পে অভিযোগ করে। বিশ্বাস ফার্মেসির মালিক মাহাবুল বিশ্বাস বলেন তার ফার্মেসি থেকে নগদ ১৫ হাজার টাকা তিনটি ট্যাব ও একটি নোকিয়া মোবাইলফোন চুরি হয়েছে, বিশ্বাস স্টোরের মালিক মামুনার রশিদ জানান তার দোকান থেকে আনুমানিক ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে এবং শান্ত ট্রেডার্সের মালিক আমিরুল ইসলাম লুল্টু বলেন, তার সার কিটনাশকের দোকানের তালা ভেঙে নগদ ২৭ হাজার টাকা নিয়েছে চোরচক্র। এ ব্যাপারে ঘোলদাড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, চুরি হওয়া দোকানের মালিকরা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। বাজারে কোনো নৈশপ্রহরী না থাকায় চোরচক্র সুযোগ বুঝে চুরি করেছে। এলাকায় মাদকসেবী ও ছিচকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। চুরি হওয়া মালামাল ও চোরচক্রের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।