আলমডাঙ্গা ব্যুরো: অবৈধ সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলে কুপিয়ে স্ত্রীর হাতের আঙ্গুল ও ঘাড়ের রগ কেটে দেয়ার ঘটনায় পাষন্ড স্বামীকে ধরে গণপিটুনি শেষে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। নির্মম এ ঘটনাটি ঘটেছে গতকাল আলমডাঙ্গার হারদী গ্রামে। গুরুতর জখম অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার হারদী গ্রামের খালপাড়ার মৃত রফিক মন্ডলের ছেলে সোনা মন্ডল। তার স্ত্রী ৪ সন্তানের মা বেদানা খাতুন (৩৫)। স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলে সোনা মন্ডল গতকাল বৃহস্পতিবার ভোরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এতে বাম হাতের ৩টি আঙ্গুল ও ঘাড়ের একটি রগ কেটে যায়। প্রতিবেশীরা ছুটে গিয়ে বেদানা খাতুনকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। এ ঘটনায় পাষন্ড স্বামী সোনা মন্ডলকে ধরে গ্রামবাসী গণধোলায় শেষে পুলিশের হাতে তুলে দিয়েছে।