মাথাভাঙ্গা মনিটর: ক্রিকেট থেকে শচীন টেন্ডুলকারের বিদায়ের পর থেকেই ভারত কাঁপিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। শচীন যখন খেলতেন তখন তিনি সমর্থকদের উন্মাদনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার জমানা শেষে এখন সেই অবস্থানে কোহলি। সমর্থকদের মধ্যমণি তিনিই। সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় তিনি। কোহলি কী করছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন- জানার জন্য ভক্তদের মধ্যে আগ্রহ চোখে পড়ার মতো। ভক্তদের উন্মাদনা এবং সংবাদমাধ্যমের হাত থেকে বাঁচতেই বিয়েটা পর্যন্ত ইতালিতে করেছেন কোহলি।
১০ বছর ধরে ভারতের হয়ে ক্রিকেট খেলে যাচ্ছেন কোহলি। তার চুলের স্টাইল, ট্যাটু এমনকি নতুন গাড়িও সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। মাঠে তার নড়াচড়া, এক–একটি শট নিয়ে আলোচনায় ব্যস্ত থাকেন ভক্তরা। কোথায় একটু খেতে যাবেন, শপিংয়ে যাবেন। সেখানেও ধাওয়া করেন সমর্থকরা। খ্যাতির যে কী বিড়ম্বনা। বিরাট কিন্তু কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে যান।
বিরাট বলছিলেন, ‘ভক্তদের এতো উন্মাদনা দেখলে এখনও অস্বস্তি বোধ হয়। আমার তো মনে হয় অধিনায়ক হওয়ার আগে আমি যেমন ছিলাম। এখনও তেমন আছি। চার বছরে সত্যিই কী কোনও পরিবর্তন এসেছে আমার মধ্যে? মনে হয় না। তাই মাঝে মাঝেই ভক্তদের এতো উন্মাদনা দেখলে অস্বস্তিতে পড়ে যাই।’
প্রিয় ক্রিকেটারের প্রতি সমর্থকদের উন্মাদনার থাকবেই। তবে সেই উন্মাদনার ভারসাম্য থাকে সেদিকে নজর দিতে হবে। কোহলির ভাষায়, ‘ভালো খেললে যেমন ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন। খারাপ খেললে সমালোচনা করেন। এই দুটোর মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত। মাথায় রাখবেন যে ক্রিকেটাররাও কিন্তু সাধারণ মানুষ।’