মাথাভাঙ্গা মনিটর: নিজ দেশের ক্রিকেট ধ্বংসের জন্য রাজনীতিবিদ ও দল নির্বাচকদের দায়ী করেছেন শ্রীলংকান গ্রেট মুত্তিয়া মুরলিধরন। দল নির্বাচন পদ্ধতিরও সমালোচনা করেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি মুরালিধরন। জাতীয় দল নির্বাচকরা গত দুই বছরে বার বার দলে পরিবর্তন আনারও সমালোচনা করেন তিনি। ক্রিকেটীয় কোন জ্ঞান না থাকা রাজনীতিবিদদের খেলাটিতে হস্তক্ষেপ করারও তীব্র সমালোচনা করেন এ স্পিন কিংবদন্তী।
ভারতের একটি পত্রিকাকে মুরলিধরন বলেন, ‘সত্যি কথা বলতে, শ্রীলঙ্কা ক্রিকেট এখন একটি জগা-খিচুরি। রাজনীতিবিদরা এখানে সরাসরি হস্তক্ষেপ করছে এবং স্বল্প জ্ঞানী কিংবা কোনো প্রকার জ্ঞান না থাকা ব্যক্তিরা দিনকে দিন প্রতিষ্ঠানটিকে ধ্বংস করছে।’