মেহেরপুর অফিস: প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে মেহেরপুরে সদর উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ৬ দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষকদের সঙ্গীত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর রিসোর্স সেন্টার সংলগ্ন বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে সমাপনি আনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন ইউআরসির ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধা। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক শফিউল ইসলাম, প্রশিক্ষক কামরুন্নাহার হীরা, প্রধান শিক্ষক কিতাব আলী ও সহকারী শিক্ষিকা রুনা লাইলা। এর আগে প্রশিক্ষণার্থী শিক্ষকদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষামূলক গান পরিবেশন করেন প্রধান শিক্ষক আবু লায়েছ লাবলু, প্রধান শিক্ষক উবাইদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুস সামাদ, প্রধান শিক্ষক হালিমা খাতুন, প্রধান শিক্ষক নাজমিন আরা, সহকারী শিক্ষিকা রোমেনা আক্তার, লাখী খাতুন, তহমিনা সুলতানা, কাওসার আলি, রুনা লাইলা, শিউলি পারভিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক ইয়াছ নবী।