দর্শনায় শিক্ষার্থীদের শপথগ্রহণ সমাবেশে জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ

মাদক বাল্যবিয়ে ও ইভিটিজিং মানবিক এবং সামাজিক উন্নয়নের প্রধান অন্তরায়
দর্শনা অফিস: স্বেচ্ছাসেবা ও গণসচেনতামূলক কার্যক্রমে গোটা দেশে নাম ছড়িয়েছে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবা সংগঠন লাল সবুজ উন্নয়ন সংস্থার। প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধমূলক সভা সমাবেশ অব্যাহত রেখেছে সংগঠনের কর্মীরা। লাল সবুজের কার্যক্রমে দিনদিন ব্যাপক সাড়া মিলেছে। কিছুটা হলেও সফল হচ্ছে তাদের মিশন। এবার দর্শনার সবকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে দর্শনা অডিটেরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধসভা ও শপথগ্রহণ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ বলেন, আজ এখানে যারা উপস্থিত হয়েছে, তোমরা শিক্ষার্থী। তোমাদের কাছে দেশ তথা জাতির অনেক কিছু চাওয়া-পাওয়া রয়েছে। রয়েছে হাজারও স্বপ্ন। যে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তোমাদেরই। তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ, দেশ, জাতি ও নিজেকে উন্নয়নের স্বর্ণশিখরে অধিষ্ঠিত করবে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংস করে, বাধাগ্রস্ত করে দেশের উন্নয়নকে। বাল্যবিয়ে দুটি জীবনকে ধ্বংস করে। বাল্যবিয়ের কারণে বলি হতে হয় অনেককেই। ইভটিজিং সামাজিক বিশৃঙ্খলা সৃস্টি করে, ক্ষণœ করে মর্যাদা। তাই এ তিনটি বিষয় রুখতে না পারলে দেশ, জাতি ও সমাজের উন্নয়ন কখনোই সম্ভব নয়। মনে রাখতে হবে মাদক বাল্যবিয়ে ও ইভিটিজিং মানবিক এবং সামাজিক উন্নয়নের প্রধান অন্তরায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। লাল সবুজ উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আলম সোহেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাসির উদ্দিন আহমেদ, আকরাম হোসেন শিকদার, সাহিত্যিক আবু সুফিয়ান প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন লাল সবুজ উন্নয়ন সংস্থার চুয়াডাঙ্গা জেলা সভাপতি রাসেল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রিফাত প্রমুখ।