টিপন্নী

জব্দ হবেই
ওরা জ্বালায় ঘরে আগুন
মানুষ ধরে পোড়ায়,
আগায় ধরে লাভ কী হবে
দোষ রয়েছে গোড়ায়।

খেলতামাশা ভালোই জানে
চাবুক মারে ঘোড়ায়,
হাওয়ায় ভাসে নিজে এবং
বাতাসে কল ওড়ায়।

সব কিছুকেই হালকা ভাবে
কেয়ার করে থোড়ায়,
শত্রু মারে কায়দা রকম
ডবল পাটা নোড়ায়।

আজ এখানে কাল ওখানে
চলে জোড়ায় জোড়ায়,
দুই পা ভালো তবু তারা
ঠাট্টা করে খোঁড়ায়।

কাজ হবে না ওদের গায়ে
কামড় দিলে ঢোঁড়ায়,
জব্দ হবেই মারো গুঁতো
আজগুবি বিষফোঁড়ায়।

সূত্র: (গাংনীতে ঘরে আগুন দিয়ে জমি দখলের অভিযোগ )