কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে। গতকাল বৃস্পতিবার বিকেলে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার নেতৃত্বে শহরের পালবাড়ী মোড়ের কোটচাঁদপুর ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় ওজন ও পরিমাপ অধ্যাদেশ ১৯৮২ সংশোধিত ২০০১ এর ২৮৪৫ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিএসটিআই’র পরিদর্শক মো. আলমাস মিয়া।