চিনি শিল্পকে বাঁচাতে সরকারের উদ্যোগকে যারা নস্যাতের পায়তারা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে
দর্শনা অফিস: কেরুজ চিনিকলসহ দেশের ৫ চিনিকলের দুদিনব্যাপী মূল্যায়নসভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কেরুজ, পাবনা, মোবারকগঞ্জ, কুষ্টিয়া ও ফরিদপুর চিনিকলের ২০১৭-১৮ আখ মাড়াই মরসুমের কারখানা কার্যক্রমের মূল্যায়নসভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কেরুজ ট্রেনিং কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ সভার আনুষ্ঠানিক উদ্বোধনকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন বলেন, চিনি শিল্পের মেরুদ- ভেঙে গেছে। চরম বিপর্যয়ের মুখে আজ দেশের চিনি শিল্প। চিনি শিল্পকে বাঁচাতে সরকার গ্রহণ করেছে নানামুখি পদক্ষেপ। রুগ্ন শিল্পকে রক্ষায় শ্রমিক-কর্মচারি ও আখচাষিদের সুবিধার্থে যে সাশ্রয় নীতি গ্রহণ করা হয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। মিলের লোকসানের বোঝা কমাতে শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তাদের আরও দক্ষ, কর্মঠ, দূরদর্শিতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আখচাষিরাই মিলের প্রাণ। তাই আখচাষিদের সাথে সাথে শ্রমিক-কর্মচারিদেরকেও আখচাষ করা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে কেরুজ চিনিকলকে মডেল হিসেবে তুলে ধরা হবে গোটা দেশে। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন, বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশলী) এবিএম আরশাদ হোসেন, পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষনা) মোশাররফ হোসেন, প্রধান প্রকৌশলী আ. রউফ খান, প্রধান রাসায়নিকবিধ হামিদুল ইসলাম, পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জেল হোসেন, কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আ. কাদের, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকমত হোসেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কেএম সরোয়ারদি, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ার কবির, মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) ফিদাহ হাসান বাদশা, উপব্যবস্থাপক বাণিজ্যিক শেখ শাহবুদ্দিন প্রমুখ।