কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বয়ষ্ক ভাতা’র টাকা তুলতে এসে লুৎফর রহমান নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পোড়াদহ সোনালী ব্যাংকের সিড়ি দিয়ে উঠতে গিয়ে এ ঘটনা ঘটে। লুৎফর রহমান কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা গ্রামের বাসিন্দা। ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য এমএ মোমিন মল্লিক জানান, ওই বৃদ্ধ সকালে বয়ষ্ক ভাতা’র টাকা তুলতে পোড়াদহ সোনালী ব্যাংকে আসে। তারপরে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় সিড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে তিনি মারা যান। তার পরিবারের লোকজন এসে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ নিয়ে গেছে বলেও জানান তিনি।