আলমডাঙ্গায় ভুয়া ডাক্তারকে জরিমানা ও চিকিৎসালয় সীলগালা

?

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার আনন্দধামের পাইলস অ্যান্ড পলিপাস কিওর সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেয়া হয়েছে। মাহমুদা পারভীন চুমকী ভূয়া ডাক্তার সেজে চিকিৎসার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গতকাল বৃহস্পতিবার ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পাইলস অ্যান্ড পলিপাস কিউর সেন্টারের মালিক মাহমুদা পারভীন চুমকীর কাছে তার চিকিৎসার বিষয় সংক্রান্ত একাডেমিক সনদ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। তিনি দন্ত চিকিৎসার শর্ট কোর্সের সনদ দেখান। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং ওই চিকিৎসালয় সীলগালা করে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীর মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কণা।
ছবি: মোবাইল কোট।