মাথাভাঙ্গা মনিটর: এবার লা লিগায় কোনোভাবেই ছন্দ পেলো না রিয়াল মাদ্রিদ। দু’এক ম্যাচ জিতলেই পরের ম্যাচে ড্র বা হার। গতরাতে আবারও আথলেতিক বিলবাওয়ের কাছে পয়েন্ট হারিয়েছে দলটি। সেটাও সম্ভব হয়েছে শেষ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে।
প্রতিপক্ষের মাঠে গত বুধবার রাতে প্রথমেই এগিয়ে যায় বিলবাও। ১৩ মিনিটের মাথায় ইনিগো কর্দোবার ডিফেন্স চেরা পাস খুঁজে পায় ইনাকি উইলিয়ামসকে। এগিয়ে আসা গোলরক্ষক কেইলর নাভাসের ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। এই ব্যবধান দীর্ঘ সময় ধরে টানতে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের। ৮৭তম মিনিটে গোল করে সতীর্থদের শ্বাস নেয়ার সুযোগ করে দেন রোনালদো।