মুজিবনগর প্রতিনিধি: ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপনে মতবিনিময়সভা করেছেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বিকেলে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ অফিসে এ মতবিনিময়সভায় দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হাসান বিপ্লবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. আরিফ হোসেন, সহ-সভাপতি মতিউর রহমান মতিন, যুগ্ম-সম্পাদক শাহরিয়ার ববি, বাগোয়ান ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাশেদ আলী, সাধারণ সম্পাদক ওমর আলী, মোনাখালী ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আবু নাইম ডালিম, মহাজনপুর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহাম্মেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম ও দারিয়াপুর ইউপি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।