বাঙালি রে বাঙালি
পান্তাভাতের কাঙালি
টাক ডুমা ডুম বাজিয়ে ঢোল
পয়লা বোশেখ রাঙালি;
এক পোয়াটেক ইলিশ কিনে
সবাই মিলে গিলিস কিনে
ইলিশ কিনে হাজার টাকার
কয়খানা নোট ভাঙালি?
মারিংকাটিং টাকার পাহাড়
ইলিশ কেনে সে আজ,
আমরা হলা, খাঁটি জিনিস
খাবো মরিচ-পেঁয়াজ।
একদিনই খুব ভাব ফুটানি
বাঙালি হও বেশ,
পয়লা বোশেখ যেই পেরুবে
বাংলা করো শেষ।