ঝিনাইদহ প্রতিনিধি: গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য শুভ হালখাতা। আর এ ঐতিহ্যকে আজও ধরে রেখেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহ কৃষি ব্যাংক শাখা ও সদর উপজেলার মধুপুর বাজারের কাস্টসাগরা কৃষি ব্যাংক শাখার আয়োজনে হালখাতা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য হালখাতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক ঝিনাইদহ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী একেএম ফেরদৌস আলম, উপ মহাব্যবস্থাপক মির্জা আরিফুজ্জামান, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম। শাখা ব্যবস্থাপক খান মোহাম্মদ আবু কালাম জানান, পুরাতন ঋণ পরিশোধ করে আবার নতুন ঋণ গ্রহণ করে হালনাগাদ করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে ঋণ পরিশোধের জন্য গ্রাহকদের অনুপ্রেরণা দেন। এ সংক্রান্ত ব্যাপারে তিনি মাইকিং, চিঠি এবং মোবাইলে প্রচার প্রচারণা চালানো হয়। গত বৃহস্পতিবার এসব শাখায় ৪০ লাখ টাকা ঋণ আদায় করা হয়েছে বলে শাখার ব্যবস্থাপকরা জানান।