জীবননগর ব্যুরো: জীবননগর হাসপাতালপাড়ার মৃত হাতেম আলীর মেয়ে ৭শ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত রেখার বিষয়টি গতকাল শুক্রবার জীবননগরে ছিলো টক অব দ্য টাউন। স্বামী পরিত্যক্তা সুন্দরী রিনার মাদক স¤্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনী ছিলো প্রধান আলোচ্য বিষয়। গ্রেফতার হওয়ার পর বেরিয়ে পড়ছে তার মাদকব্যবসায়ী হয়ে ওঠার গল্প। এদিকে রিনাসহ গ্রেফতার ৪জনকে পুলিশ গতকালই চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট হাজতে প্রেরণ করেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গত পরশু বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালপাড়ার মৃত হাতেম আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৭শ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ১২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ হাতেম আলীর মেয়ে রিনাকে গ্রেফতার করে। এ সময় ওই ঘর থেকে পুলিশ আর ৩জনকে আটক করে। এরা হচ্ছে- আব্দুল হামিদ, মো. সাগর ও সাগর। এদিকে হাতেম আলীর মেয়ে রিনা ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেফতার শিরোনামে দৈনিক মাথাভাঙ্গার প্রকাশিত খবর গতকাল জীবননগরে টক অব দ্য টাউনে পরিণত হয়। পাঠককূল রিনা কিভাবে মাদক স¤্রাজ্ঞী হিসেবে গড়ে উঠেছে তাই ছিলো প্রধান আলোচ্য বিষয়। সুন্দরী রিনার প্রথমে ঝিনাইদহে বিয়ে হলেও পরবর্তীতে তাকে তালাক প্রদান করে পিত্রালয়ে চলে আসে। এরপর সে মাদকব্যবসার সাথে জড়িয়ে পড়ে। হয়ে ওঠে ইয়াবা ব্যবসায়ী। চিহ্নিত মাদকসেবীরা তার নিকট গিয়ে নেশা করতো বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ পেয়েই ওসি মাহমুদ অভিযান পরিচালনা করেন।