মাদকমুক্ত আগামি প্রজন্মই হবে দেশ ও জাতির ভবিষ্যৎ
আলমডাঙ্গা ব্যুরো: ‘এসো মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় একসাথে’ এ স্লেøাগানকে বাস্তবায়নের লক্ষ্যে আলমডাঙ্গার এরশাদপুর একাদশের আয়োজনে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আলমডাঙ্গা এরশাদপুর একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কলেজপাড়া একাদশকে হারিয়ে তরুণ সংঘ স্পোটিং ক্লাব জয় লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। বিশেষ অতিথি ছিলেন এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সহকারী শিক্ষক আব্দুল হামিদ, পৌর কাউন্সিলর আব্দুল গাফফার, মতিয়ার রহমান ফারুক, জহুরুল ইসলাম স্বপন, জাহিদুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক রাজাবুল হক মনা। এ সময় বক্তারা বলেন, মাদকাসক্তির করাল গ্রাস থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হলে নিয়মিত ক্রীড়া ও সংস্কৃতিচর্চা অব্যাহত রাখতে হবে। মাদকমুক্ত আগামী প্রজন্মই হবে দেশ ও জাতির ভবিষ্যত। প্রতিটি বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রম হিসেবে খেলাধুলাকে অধিক গুরুত্ব দিতে হবে। ক্রীড়া শুধু শারীরিক না মানসিকভাবেও আমাদের সামর্থবান রাখে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।
এরশাদপুর একাদশের ক্যাপ্টেন কাইসার আহমেদ সুমনের উপস্থাপনায় এরশাদপুর একাদশের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ, মানিক আহমেদ, রুহুল আমিন, শিহাব উদ্দীন, শাকিব হাসান, নাইমুর রহমান, হিল্লাল, তরিকুল ইসলাম, আশিক, রাতুল, বাধন, হৃদয়, রাকিব, ইমন, তুহিন, ইসমাঈল প্রমুখ।