মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কংগ্রেসসভা অনুষ্ঠিত হয়েছে। তবে কমিটির ঘোষণা ছাড়াই অতিথিবৃন্দ মেহেরপুর ফিরে আসেন। গতকাল মঙ্গলবার বিকেলে আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কংগ্রেসসভা অনুষ্ঠিত হয়।
আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুজ্জামান চমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। সম্মানীত অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা মহিলা আ.লীগের সভানেত্রী তহমিনা খাতুন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু। জেলা যুবলীগের সদস্য মালেক হোসেন মোহনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, সারাফাত শেখ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাহবুব, মিজানুর রহমান অপু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, বর্তমান যুগ্ম সম্পাদক সুমাইয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা না দিয়ে মেহেরপুর ফিরে আসেন। তারা জানান, সুবিধামত সময়ে মেহেরপুর থেকে তাদের নাম ঘোষণা দেয়া হবে বলে।