মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হলেন বাবুল মল্লিক

????????????????????????????????????

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আমঝুপি যুবলীগের কংগ্রেস অনুষ্ঠানে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে বাবুল মল্লিকের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা মহিলা আ.লীগের সভাপতি তহমিনা আবেদীন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সুমাইয়া আক্তার প্রমুখ।
গত ৮ এপ্রিল মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন যুবলীগের কংগ্রেসসভায় সর্বসম্মতিক্রমে আজিজুর রহমান মুংলাকে সভাপতি ও ১জন সিনিয়র সহ-সভাপতি, ৫জন সহ-সভাপতি, ১জন যুগ্ম-সম্পাদক এবং ১জনকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।