মাথাভাঙ্গা মনিটর: চলতি বছর অনুষ্ঠেয় এশিয়া কাপ ভারতে হচ্ছে না। ভেন্যু পরিবর্তিত হয়ে এই আয়োজন যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ২০১৮ সালের ১৩ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে হবে এই টুর্নামেন্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণ দেখিয়ে ভারতে খেলার বিষয়ে আপত্তি জানায় পাকিস্তান। সেই আপত্তির প্রেক্ষিতে এসিসি টুর্নামেন্ট আয়োজনে সংযুক্ত আরব আমিরাতকে দায়িত্ব দেয়। বিষয়টি জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নজম শেঠি। এবারের এশিয়া কাপে এসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান দল সরাসরি অংশ নেবে। সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল ও ওমানের মধ্য থেকে একটি দল প্লে-অফের মাধ্যমে খেলবে চূড়ান্তপর্বে। এটি আইপিএল এর চতুর্দশ আসর। যার মধ্যে প্রথম ১২টি আসর হয়েছে ওয়ানডে ফরম্যাটে। তবে ২০১৬ সাল থকে এশিয়া কাপ শুরু হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রতিযোগিতায় ভারত বর্তমান চ্যাম্পিয়ন। আর দু’বছর আগে বাংলাদেশ ফাইনালে খেলেছিলো।