দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী ঝটিকা অভিযান অব্যাহত রেখেছে। প্রায় প্রতিদিনই মাদকবিরোধী অভিযান চালিয়ে উদ্ধার করছে মাদকদ্রব্য, আটক করা হচ্ছে মাদককারবারিচক্রের সদস্যদের। এবার পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে হিজলগাড়ির রুবেল ও কেরুজ এলাকার জামালকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পুরাতন থানাপাড়ায়। পুলিশ জানায়, থানাপাড়া থেকে আটক করা হয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ির জয়নুল আবেদীনের ছেলে রুবেলকে। রুবেলের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই মনিরুল ইসলাম বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতেই রুবেলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এ দিকে রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একই দল মাদকবিরোধী অভিযান চালান দর্শনা বাসস্ট্যান্ড এলাকায়। পুলিশ বাসস্ট্যান্ড থেকে আটক করেছে কেরুজ মিলপাড়ার হাসমত আলীর ছেলে জামালকে। জামালের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে গতরাতেই জামালের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।