ঝিনাইদহ প্রতিনিধি: ‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির সভাপতি খন্দকার হাফিজ ফারুক, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য শিবু পদ বিশ্বাস, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, হায়দার আলী, রেজাউল ইসলাম। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এইডের প্রকল্প সমন্বয়কারী নাসির উদ্দিন। এসময় বক্তারা, সবার জন্যে স্বল্প মুল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানান।