জীবননগর ব্যুরো: জীবননগরে মাংস বিক্রি এখন কয়েকটি সিন্ডিকেটের দখলে। ইচ্ছামতো দাম কমানো কিংবা বাড়াচ্ছে এ সিন্ডিকেট। এছাড়াও মাইকিং করে গরুর যে মাংস বিক্রি করা হচ্ছে তার অধিকাংশই খাবার অযোগ্য বলে জানা গেছে। অসাধু মাংস ব্যবসায়ীরা প্রতারণার মাধ্যমে ক্রেতাদের কাছে অসুস্থ, রুগ্্ণ ও গাই গরুর মাংস বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। অসাধু এসব মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মাংস ক্রেতারা।
প্রতিদিন জীবননগর মাংস বাজারে গরুর মাংস বিক্রি করা হয়ে থাকে। মাংস বাজার ছাড়াও প্রতি শুক্রবার জীবননগর বাসস্ট্যান্ড, হাসপাতাল সড়ক ও নারায়ণপুর মোড়ে গরুর মাংস বিক্রি করা হয়ে থাকে। এসব স্থানে যেসব মাংস বিক্রেতা মাংস বিক্রি করে থাকেন তাদের মধ্যে বেশ কয়েকজন ক্রেতাদের সাথে প্রতারণা করে চলেছেন। তারা অসুস্থ, রুগ্্ণ ও গাই গরু গোপনে জবাই করে তা পৌরসভার স্বাস্থ্য বিভাগ কর্তৃক সার্টিফাইকৃত মাংসের সাথে মিশিয়ে বিক্রি করছেন। ক্রেতারা খাবার প্রায় অযোগ্য এসব মাংস চড়া মূল্যে কিনে প্রতারিত হচ্ছেন। হাতেগোনা কয়েকজন অসাধু মাংস ব্যবসায়ী এ কাজে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গরুর মাংসের ক্রেতারা অসাধু এসব মাংস বিক্রেতার বিরুদ্ধে আইগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।