জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী, সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে আটক করেছে। থানা অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মাহ্মুদের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, এসআই কাজী সামসুল আলম, এসআই সিরাজুল আলম, এসআই সাইদুজ্জামান, এএসআই শহিদ ও এএসআই সুলতান আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে ইসলামপুরের শুকুর আলীর ছেলে শফিকুল ইসলামকে ১৫ পিস ইয়াবা, কাশিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ঝন্টুকে ২১ বোতল ফেনসিডিল, মেদিনীপুরের শাহাবুদ্দিনের ছেলে এনামুল বিশ্বাসকে ৫ পিস ইয়াবা ও ৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। এছাড়াও নতুন তেঁতুলিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে জিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আকরাম হোসেন, বেনীপুরের এলাহী বক্সের ছেলে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পিন্টুকে আটক করে।