স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চেক জালিয়াতির দু’মামলার সাজাপ্রাপ্ত আবুল খায়ের জোয়ার্দ্দার রোকনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌর শহরের একাডেমি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর শহরের জোয়ার্দ্দারপাড়ার নাজির জোয়ার্দ্দারের ছেলে আবুল খায়ের জোয়ার্দ্দার রোকন দুটি চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত। সে দীর্ঘদিন পলাতক ছিলো। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই কিশোর কুমার ও এএসআই জামশেদ আলীসহ সঙ্গীয় ফোর্স একাডেমি মোড় থেকে গ্রেফতার করেন। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হতে পারে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।