স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় খাদ্য অধিকার প্রচারাভিযানে ক্যাম্পেইন কর্মসূচি উপলক্ষে গণজমায়েত, র্যালি, আলোচনাসভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ‘খাদ্য অধিকার আইন চাই সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চাই’ এই স্লোগানে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণজমায়েত হয়। খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্ব¡র উন্মুক্ত মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আফজালুল হক বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার নুরুল ইসলাম মালিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, বাংলাদেশের ওয়ার্কাস পাটির সভাপতি সিরাজুল ইসলাম শেখ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, সাম্যবাদী দলের সম্পাদক আলাউদ্দিন উমর, জাতীয় গণফ্রন্টের আহ্বায়ক লিটু বিশ্বাস, খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির অর্থ সম্পাদক পাসের নির্বাহী পরিচালক ইলিয়াছ হোসেন, খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সহ-সভাপতি শাহীন সুলতানা মিলি প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। আলোচনা শেষে খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিনের নিকট খাদ্য অধিকার আইন চাই সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চাই এই দাবিনামা সংবলিত স্মারকলিপি প্রদান করে।