চুয়াডাঙ্গার দিগড়ি বটমূলে আয়োজিত ভূমি উন্নয়ন কর ক্যাম্পিংয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

?

আপনার জমির নিয়মিত উন্নয়ন কর পরিশোধ করে জমি নিষ্কণ্ঠক রাখুন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, আপনার জমির নিয়মিত উন্নয়ন কর পরিশোধ করুন, জমি নিষ্কণ্ঠক রাখুন, জমি খাস হয়ে যাচ্ছে কি-না বা অন্যের দ্বারা দখল হয়ে যাচ্ছে কি-না এবং জমি সংক্রান্ত যে কোন সমস্যা কারও মাধ্যম বা দালাল ছাড়া সরাসরি দায়িক্তপ্রাপ্ত কর্মকর্তার (ইউনিয়ন ভূমি কর্মকর্তা, অ্যাসিল্যান্ড ও উপজেলা নির্বাহী অফিসার) সাথে আলাপ করুন। চলমান ‘ভূমিসেবা সপ্তাহ-২০১৮’ উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ি বটমূলে আয়োজিত ভূমি উন্নয়ন কর ক্যাম্পিংয়ের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বক্তরা ডিজিটাল পদ্ধতিতে কিভাবে বাড়ি বসেই জমি-জমা সম্পর্কে সহজে ও কম খরচে সেবা পেতে পারেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এর মধ্যে রয়েছে ই-নামজারী, দাখিলা, খারিজ, পটচা উত্তোলন ইত্যাদি। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা আইসিটি) মো. জসীম উদ্দিন, সহকারী কমিশনার ভূমি মাসুদুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলাম, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি ও বেগমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আতিকুল হক। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিম রেজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান শায়ক।

Leave a comment