স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দিন দিন বাড়ছে চুরির ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল চুরির বিষয়টি প্রায় প্রতিদিনই হচ্ছে সংবাদের শিরোনাম। বাসা-বাড়ি, সরকারি, বেসরকারি দফতরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে চুরি হচ্ছে মোটরসাইকেল। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলা মসজিদের সামনে থেকে চুরি হয়েছে একটি মোটরসাইকেল। মসজিদের সামনে থেকে চুরি? এতেই প্রমাণ হলো ‘চোর না শোনে ধর্মের কাহিনী’। গতকাল সন্ধ্যায় সদর উপজেলা মসজিদে নামাজ পড়তে যান দক্ষিণ হাসপাতালপাড়ার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। এসময় তিনি অজুখানার সামনে তার ব্যবহৃত লাল রঙের ডিসকভারি-১০০ সিসির একটি মোটরসাইকেল (চুয়াডাঙ্গা হ ১১-৮৩৮১) রাখেন। নামাজ পড়ে বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। অনেক খুঁজেও মেলেনি মোটরসাইকেলটি। অবশেষে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।