কার্পাসডাঙ্গায় পাউয়ারটিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েগরু ব্যবসায়ী আলম নিহত

Exif_JPEG_420

কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে গরু ভর্তি পাউয়ারটিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

কুড়–লগাছি/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের ফকিরখালী ব্রিজের নিকট পাউয়ারটিলার উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দামুড়হুদার ডুগডুগি থেকে মেহেরপুর মুজিবনগরের দিকে একটি গরু বোঝাই পাউয়ারটিলার যাচ্ছিলো। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে কার্পাসডাঙ্গা ক্যাথলিক গির্জার নিকট পৌঁছুলে গরু বোঝাই পাউয়ারটলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে দামুড়হুদা দর্শনার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য দামুড়হুদা ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিবনগরের বিশ্বনাথপুর গ্রামের আব্দুল হকের ছেলে আলম হোসেন মারা যান। আহতরা হলো মুজিবনগর রতনপুরের প্রবাল ম-লের ছেলে সামেয়ল ম-ল (৪২) একই গ্রামের খোকা ম-ল (৪৫), মুজিবনগরের বল্লভপুর গ্রামের বরণ ম-ল (৩৮), মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আজিজ শেখের ছেলে হাবিবুর রহমান হাবলু (৪৫), একই গ্রামের তাহাদুল ইসলাম (৩৫), মুজিবনগর নাজরেকুলের সাহাদতের ছেলে নাসির উদ্দীন (৫৩), দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের নাসির ফকিরের ছেলে ড্রাইভার আলী হোসেন (৩০), একই গ্রামের পেছো হালসোনার ছেলে বদর উদ্দীন (৫৫) এবং জগন্নাথপুর গ্রামের বগা (৫৫)। এছাড়াও অজ্ঞাত পরিচয়ের আরও দুজন বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে বরণ ও খোকা ম-ল এবং সায়েমুল ম-লের অবস্থা আশঙ্কাজনক। বরণ ম-লকে কুষ্টিয়া নেয়া হয়েছে।
এদিকে নিহত আলমের লাশ নিজবাড়িতে নেয়া হলে গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। আজ সকাল ৯টায় বিশ্বনাথপুর কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারসূত্রে জানা গেছে।