আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা জাসদের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চুন্নু। প্রধান অতিথি বলেন, জঙ্গী প্রতিরোধে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাসদ জনসেবা করে যাচ্ছে। তিনি আরও বলেন, জাসদ আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাবে। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল হক, চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, আলহাজ গোলাম মহসীন, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি মহসীন আলী, মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ আলী, সাংগঠনিক সম্পাদক অধীর সিংহ রায়, প্রচার সম্পাদক কারশেদ আলম।
চুয়াডাঙ্গা সদর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সম্পাদক লাবলু রহমান ও মিরাজুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন জাসদ নেতা আশরাফ হোসেন, ডালিম হোসেন, মনিরুজ্জামান বাবু, আবুল বাশার বিশ্বাস, সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা জাসদ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাশার বিশ্বাস প্রমুখ।