মেহেরপুর অফিস: মেহেরপুরে ক্রিকেটসহ সব ধরনের খেলায় জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে ওই কর্মসূচি পালন করেন ‘আমরা মেহেরপুরবাসীর’ ব্যানারে সচেতন নাগরিকবৃন্দ। মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, সুজনের জেলা সাধারণ সম্পাদক শামিম জাহাঙ্গীর সেন্টু, সাংবাদিক তোজাম্মেল আযম ও ইয়াদুল মোমিন, ব্যবসায়ী নেতা সদরুল ইসলাম নাহিদ, ব্যবসায়ী শামিমুল ইসলাম, শাহ আলম, শহিদুল ইসলামসহ শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী এতে অংশগ্রহণ করেন।
এসময় মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন বলেন, ক্রিকেটসহ যে কোনো খেলা সুস্থ বিনোদনের মাধ্যম। এই সুস্থ্য বিনোদনকে যারা কলুসিত করে জুয়ায় পরিণত করেছেন তাদের ধিক্কার জানায়। প্রশাসনের প্রতি আহ্বান তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা জেনেছি- গত এক বছরে মেহেরপুর শহরে ক্রিকেট জুয়ায় হেরে ৩ যুবকের মৃত্যু হয়েছে। অনেকে সর্বশান্ত হয়েছে। এ নিয়ে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করছে। অচিরেই এটি বন্ধ হওয়া প্রয়োজন।