মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিকসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুরাদ আলী, মুজিবনগর উপজেলা কর্মকর্তা নাহিদা আখতার, জেল সুপার কামরুজ্জামান, ডা. অলোক কুমার দাস, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম, মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু প্রমুখ।