মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যুব মহিলা লীগের আয়োজনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে আমদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুব মহিলালীগের সভাপতি কোহিনুর বেগমের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পতœী সৈয়দা মোনালিসা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য এবং এই সরকারের উন্নয়নের ধারা পৌঁছিয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান। জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক রুত শোভা ম-লের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগের উপদফতর সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, আমদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি রওশন আলী, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর, সদর উপজেলা যুব মহিলালীগের সভাপতি লতিফন নেছা লতা, শহর যুব মহিলালীগের সভাপতি রোকসানা কামাল রুনু, মুজিবনগর উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ।