স্টাফ রিপোর্টার : ফেনসিডিলসহ গ্রেফতারকৃত চুয়াডাঙ্গা সদর দোস্ত গ্রামের মাদক স¤্রাট নাসিরকে আদালত সোপর্দ করেছে পুলিশ। আদালতে বিজ্ঞ বিচারক নাসিরকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। ফেনসিডিল যোগানদাতা এবং অর্থদাতা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের মোল্লাপাড়ার আ. রাজ্জাক প্রধানের ছেলে মাদক স¤্রাট মেছের আলী ওরফে নাসির উদ্দিনকে (৩২) দর্শনা পুলিশ গতপরশু শনিবার সন্ধ্যায় কোহিনূর কাউন্টার থেকে ২৩৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ ঘটনায় নাসির এবং পলাতক আসামি হিসেবে একই পাড়ার সুন্দর আলীর ছেলে রমজান ও ইব্রাহিম প্রধানের ছেলে রিপনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে গ্রেফতারকৃত নাসিরকে গতকালই পুলিশ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। দোস্ত গ্রামবাসী অভিযোগ করে বলে, ফেনসিডিলের মূল মালিক একই গ্রামের সিরাজ প্রধানের ছেলে বাবু ও মোবারকের ছেলে ইউসুপ রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এছাড়াও আশরাফের ছেলে রফিক, মুনছুরের ছেলে মাহফুজ, মান্নানের ছেলে সাদ্দামসহ বেশ কয়েকজন গ্রামে মিনি মাদকের ঘাটি গড়ে তুলেছে। হিজলগাড়ী ক্যাম্প পুলিশের নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে দোস্ত গ্রামের মাদক কারবারীরা। তাইতো প্রতিমুহূর্তে কোথাও না কোথাও মাদকসহ ধরা পড়ছে এ গ্রামের মাদককারবারীরা। অথচ হিজলগাড়ী ক্যাম্প পুলিশ অজ্ঞাত কারণে রয়েছে নীরব।