স্টাফ রিপোর্টার: আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একক মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গাজীপুরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং খুলনায় মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণভবনে দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। গাজীপুরের ১০ জন এবং খুলনার ৭ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অনেক দিন পর নৌকা ও ধানের শীষের এই লড়াইকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার মধ্যে আওয়ামী লীগ চুলচেরা বিশ্লেষণ করে উল্লিখিত দুই জনকে মনোনয়ন দিয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনে আগামী নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৫ মে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ এপ্রিল। ১৫ ও ১৬ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।