ঝিনাইদহে মাদক বিক্রি ও মাদক সেবন না করার অঙ্গীকারে ৪০ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মাদক বিক্রেতাদের ৪০ জন আত্মসমর্পণ করেছেন। মাদক বিক্রি ও মাদক সেবন না করার অঙ্গীকার করে রোববার ঝিনাইদহ থানা চত্বরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে তারা আত্মসমর্পণ করেন। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে তাদের মিষ্টি মুখ করানো হয়েছে। আত্মসমর্পণ করে মাদকসেবী ও ব্যবসায়ীরা বলেন, তাদের কেউ সঙ্গদোষে বা কেউ হতাশা থেকে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন। এতে করে তাদের পরিবারের সঙ্গে বিরোধ ও সমাজের মানুষ ঘৃণার চোখে দেখেন। এর থেকে পরিত্রাণ পেতে তারা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে বহাল থাকার আহ্বান জানিয়ে বলেন, ঝিনাইদহকে মাদকমুক্ত করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। গত বছর ৯ শতাধিক মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে সদর উপজেলার ৪০ জন আত্মসমর্পণ করলো। এসময় ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, ডিএসবি শাখার ওসি মীর শরিফুল হক, ডিবি ওসি জাহাঙ্গীর হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।