জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর জামতলায় পণ্যবাহী ট্রাকের সামনের টায়ার ব্লাস্ট হলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে গিয়ে পড়ে। এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জীবননগর শহরের একটি আড়ত থেকে মসুরি ভর্তি করে ট্রাকটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে ট্রাকটি উপজেলার বৈদ্যনাথপুর জামতলা নামক স্থানে পৌঁছুলে ট্রাকটির সামনের টায়ার ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে ট্রাকের ড্রাইভার ও সহকারী অক্ষত অবস্থায় বের হয়ে আসে।