কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের পাল্টাট গ্রামে গতকাল রোববার সকালে নিজ বাড়িতে তারের স্পর্শে শিয়াব (৭) নামে এক স্কুল ছাত্র মারা গেছে।
জানা যায়, উপজেলার পাল্টাট গ্রামের সোহাগের পুত্র এবং পাল্টাট প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র শিয়াব স্কুল ছুটি হলে সে বাড়িতে আসে। বাড়িতে খেলার সময় বিদ্যুতের আর্থিং তারে হাত দিলে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। মুর্মূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার নাজমুস সাকিব তাকে মৃত ঘোষণা করেন। শিয়াবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।