আলমডাঙ্গার ভাংবাড়য়িায় বয়স্ক-বধিবা ও প্রতবিন্ধী ভাতার র্কাড বতিরণ

আসমানখালী প্রতনিধি: আলমডাঙ্গার ভাংবাড়য়িা ইউনয়িনে বয়স্ক, বধিবা ও প্রতবিন্ধী ভাতা র্কাড বতিরণ করা হয়ছে।ে এ উপলক্ষে গতকাল রোববার বলো ১১দকিে পরষিদরে হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতত্বি করনে বশিষ্টি সমাজসবেক জলো আওয়ামী লীগরে তথ্য ও গবষেণা বষিয়ক সম্পাদক ভাংবাড়য়িা ইউপি চয়োরম্যান কাওসার আহমদে বাবলু। প্রধান অতথিি ছলিনে আলমডাঙ্গা উপজলো চয়োরম্যান বীর মুক্তযিোদ্ধা হলোল উদ্দীন। বশিষে অতথিি ছলিনে উপজলো সমাজসবো অফসিার আবু তালফে, হাটবোয়ালয়িা সোনালী ব্যাংকরে অফসিার সুজাউদ্দীন, বীর মুক্তযিোদ্ধা আব্দুল মালকে, ইউপি সচবি তোফাজলে হোসনে, সহকারী আমনো, নাজমনি খাতুন, দপিু হোসনে, মজিানুর রহমান বাদল, ইনামুল হক, সামসুল, ইউপি সদস্য আমরিুল ইসলাম, রপিন বশ্বিাস, গয়িাস উদ্দীন, এসা সরকার, সাজদেুল ইসলাম, মনোয়ার হসেনে মনা, জাফর আলী, নাজরিা, আমনে, মাজদো খাতুন প্রমুখ।