মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে নেমেই রেকর্ড গড়লেন মুজিব-উর-রহমান। টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় ১১তম আসরে রোববার অভিষেক হয় আফগানিস্তানের তরুণ অফস্পিনার মুজিব-উর-রহমানের। মাত্র ১৭ বছর ১১ দিনে বয়সে আইপিএল খেলার সুযোগ পান মুজিবর। চলতি আসরের দ্বিতীয় ম্যাচে রোববার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে অভিষেক হয় এ আফগানের। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হলো মুজিবের। এতোদিন এই রেকর্ডের মালিক ছিলেন সরফরাজ খান। ১৭ বছর ১৭৭ দিন বয়সে তিন বছর আগে আইপিএলে খেলতে নেমে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছিলেন সরফরাজ। গতকাল রোববার পাঞ্জাবের ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত খেলায় টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দিল্লি ডেয়ারডেভিলস। ইনিংসের তৃতীয় ওভারে দলকে ব্রেকথ্রু এনে দেন মুজিবর। দিল্লির ওপেনার কলিন মুনরোর উইকেট তুলে নেন মুজিবর। ম্যাচে ৪ ওভারে ২৮ রানের খরচায় ২ উইকেট নেন আফগান তরুণ এ স্পিনার।