মহেশপুর প্রতিনিধি: গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের মহেশপুরে শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ মাঠে খালিশপুর-দত্তনগর-জিন্নানগর ভায়া যাদবপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার সড়ক উদ্বোধন করেন এমপি নবী নেওয়াজ।
শ্যামকুড় ইউনিয়ন আ.লীগের সভাপতি তিমির চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণসংস্থার অতিরিক্ত সচিব আক্তারুজ্জামান, ঝিনাইদহ (সওজ) সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ জেলা কৃষকলীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী আতিয়ার রহমান, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান, কাজীরবেড় ইউপি চেয়ারম্যান এবিএম সেলিম রেজা প্রমুখ।
উল্লেখ্য, ৭৮ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।