হরিণাকুণ্রডু আলহেরা ক্লিনিকে মাদরাসার ছাত্রীকে গর্ভপাত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের আসাননগর গ্রামের এক মাদরাসার ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী যুবক দেহভোগ করেছে। এ ঘটনার পর প্রতিবেশী যুবক ফুরকান পলাতক রয়েছে। ঘটনাটি বিয়ের মাধ্যমে সমঝোতা করার চেষ্টা চালানো হচ্ছে বলে গুঞ্জন উঠেছে।
এই ঘটনা তদন্তাধীন ও আইনগত প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ। ঝিনাইদহের সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, স্থানীয় চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাকী বিল্লাহ মাদরাসার ১০ শ্রেণির এক ছাত্রীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করে সদর উপজেলার আসাননগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফুরকান। এরপর মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে তাকে হরিণাকু-ুর আলহেরা ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটায় ফুরকান। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সদস্য অবসরে যাওয়া চিকিৎসক ডা. এমদাদ মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতারে রেফার করেন। এ ঘটনার পর থেকেই ফুরকান ও তার পরিবার সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে রয়েছে। সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন সমঝোতার মাধ্যমে মেয়েটিকে বিয়ে দেয়ার উদ্যোগ নিয়ে ব্যর্থ হয় বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতা শুকুর আলী। তিনি গতকাল শনিবার বিকেলে জানান, গ্রাম্য সালিসের মাধ্যমে নির্যাতিত মেয়েটিতে গৃহবধূ হিসেবে ঘরে তোলার প্রক্রিয়া চলছে।