টিপন্নী

ঝুলিবেন
আগুন নিয়ে খেলতে গেলেই
দিব্যি পুড়ে মরিবেন,
বিপদ এসে করলে তাড়া
তখন যে কী করিবেন।

তাই তো বলি বুঝে সুজেই
অগ্নি খেলা খেলিবেন,
হিসাব নিকাশ করেই তবে
সামনে দু’পা ফেলিবেন।

অন্ধকারে না গিয়ে তাই
আলোর পথে চলিবেন,
জঙ্গিবাদের পথটা ছেড়ে
সত্যি কথা বলিবেন।

আসল কথা শুনে রাখুন
নীতিই যদি ভুলিবেন,
আটক হয়ে বিচার শেষে
ফাঁসির কাষ্ঠে ঝুলিবেন।
সূত্র: (নব্য জেএমবির ব্যাট উইমেনের প্রধান গ্রেফতার)