বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহের বাজারগোপালপুর-হলিধানী সড়কে নিমতলায় থ্রি-হুইলার ও পাওয়ারট্রিলারের সংঘর্ষে আনোয়ারা বেগম (৫০) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল শুক্রবার সকালে ওই সড়কের নিমতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের হাশেম আলীর স্ত্রী।
পুলিশ ও আহতরা জানান, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর-চান্দুয়ালি সড়কের নিমতলা মাঠ নামক স্থানে থ্রি-হুইলার ও একটি ভুট্টা বোঝাই পাওয়ারট্রিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কুষ্টিয়ার কাকিলাদাহ গ্রামের হাসেম আলীর স্ত্রী আনোয়ারা বেগম ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ৪ জন আহত হয়। আহতরা হলেন ইয়ার আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫), আব্দুল গণির ছেলে আব্দুল জব্বার (৪০), কওছার আলীর ছেলে তছির উদ্দিন (৩২) ও নিহতের স্বামী হাসেম আলী (৫৫) আহত হয়। খবর পেয়ে বাজার গোপালপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে যান এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই সুজাউদদৌলা জানান, দুর্ঘটনার পর আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। পরে নিহত ও আহতের নিকটজনদের খবর দেয়া হয়।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নিকটজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
ঝিনাইদহের নিমতলায় থ্রি হুইলার ও পাওয়ারট্রিলারের মুখোমুখি সংঘর্ষে নিহত : আহত ৪
