রবগুল সভাপতি সেলিমুজ্জামান সম্পাদক মুন্না যুগ্মসম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় বঙ্গজপাড়া সঞ্চয় সমিতির বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার থেকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ভোটা গণনা শেষে নির্বাচন কমিশনার আলাউদ্দীন আলা ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে রবগুল ইসলাম চেয়ার প্রতীক নিয়ে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিবুল ইসলাম হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ ভোট। এছাড়াও সাধারণ সম্পাদক পদে সেলিমুজ্জামান মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশাদুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১২ ভোট। সিনিয়র সহসভাপতি পদে আজিজ মাছ প্রতীক নিয়ে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল মই প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ ভোট। সহসভাপতি পদে মোরগ প্রতীক নিয়ে শহিদুল ইসলাম ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বকুল মোল্লা টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রনি বাস প্রতীক নিয়ে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকট প্রতিদ্বন্দ্বী আলী হোসেন বাইসাইকেল নিয়ে পেয়েছেন ৪২ ভোট। কোষাধ্যক্ষ পদে হারিকেন প্রতীক নিয়ে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সহিদুল মাস্টার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমসের আলী কুড়েঘর প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ ভোট। দফতর সম্পাদক পদে মাছুম আলী গোলাপফুল প্রতীক নিয়ে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাশেম আলী পেয়েছেন ৪২ ভোট। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ব্যাট প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্মসম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন আলম মুন্না, প্রচার সম্পাদক পিন্টু শেখ ও ধর্মবিষয়ক সম্পাদক আব্দুস সালাম। নির্বাচনে ১০২ ভোটারের মধ্যে ৯৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন মজনুর রহমান, মুকুল হোসেন ও মাহবুব রহমান।