মাথাভাঙ্গা মনিটর: প্রথম ম্যাচে ১ রানের হার দিয়ে শুরু হয়েছিলো সিরিজ। কিন্তু পরের দুই ম্যাচেই জয় দিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। মুম্বাইয়ে গত বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। উজ্জ্বল ও রিপনের দুর্দান্ত বোলিংয়ে ভারত অলআউট হয় ১০১ রানেই। সর্বোচ্চ ৩২ রান করেন ললিত। বাংলাদেশের উজ্জ্বল নেন চার উইকেট, রিপন তিনটি। স্বপন নেন দুই উইকেট। মিঠু ও মোর্শেদের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ জিতে যায় ১৩.৩ ওভারেই। ১০ চারে ৫০ রানে অপরাজিত থাকেন মিঠু। মোর্শেদ অপরাজিত ২৪। বাংলাদেশ হুইল চেয়ার দল এরপর শনিবার থেকে দিল্লিতে খেলবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। স্বাগতিক ভারতের সঙ্গে টুর্নামেন্টের অপর দল নেপাল।